সেরা ৭ মোবাইল ক্রিকেট গেম

আজকের লেখায় আইওএস ও অ্যান্ড্রয়েডের সেরা ৭ মোবাইল ক্রিকেট গেম নিয়ে আলোচনা করা হয়েছে। 
মোবাইল ক্রিকেট গেম। ছবি: সংগৃহীত
মোবাইল ক্রিকেট গেম। ছবি: সংগৃহীত

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চারপাশে উত্তেজনার হাওয়া বইছে। একদিকে ক্রিকেটপ্রেমীরা যখন মাঠের প্রতিটি বাউন্ডারি, প্রতিটি উইকেট ও অধিনায়কের কৌশল পরিবর্তন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তখন অন্যদিকে ডিজিটাল মাঠের ক্রিকেটও তাদের মনোযোগ আকৃষ্ট করছে।

আজকের লেখায় আইওএস ও অ্যান্ড্রয়েডের সেরা ৭ মোবাইল ক্রিকেট গেম নিয়ে আলোচনা করা হয়েছে। 

ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ থ্রি (ডব্লিউসিসি থ্রি)

মোবাইল ক্রিকেট গেম ডব্লিউসিসি ৩। ছবি: সংগৃহীত
মোবাইল ক্রিকেট গেম ডব্লিউসিসি ৩। ছবি: সংগৃহীত

ডব্লিউসিসি থ্রি'তে ক্রিকেটের বাস্তব অভিজ্ঞতা পাওয়া যাবে। অভিনব কন্ট্রোলের কারণে গেমটি খুব সহজেই খেলা যায়। পাশাপাশি এতে রয়েছে পেশাদারী ধারাভাষ্য। এতে মালটিপ্লেয়ার গেমিং সুবিধা থাকায় বন্ধুদের বা অন্য দেশের গেমারদেরও চ্যালেঞ্জ করা যায়।

রিয়েল ক্রিকেট টুয়েন্টি

মোবাইল গেম রিয়েল ক্রিকেট ২০। ছবি: সংগৃহীত
মোবাইল গেম রিয়েল ক্রিকেট ২০। ছবি: সংগৃহীত

মোবাইল ক্রিকেট গেমারদের কাছে রিয়েল ক্রিকেট টুয়েন্টি বেশ পরিচিত একটি নাম। এটি অ্যান্ড্রয়েডের সেরা ক্রিকেট গেমের অন্যতম। রিয়েল ক্রিকেট টুয়েন্টি খেলার সময় ক্রিকেট মাঠে উপস্থিত থেকে রান করার বা উইকেট নেওয়ার মতো অভিজ্ঞতা পাওয়া যায় বলে উল্লেখ করেছেন গেমাররা।

ডব্লিউসিসি রাইভালস

মোবাইল ক্রিকেট গেম ডব্লিউসিজি রাইভালস। ছবি: সংগৃহীত
মোবাইল ক্রিকেট গেম ডব্লিউসিজি রাইভালস। ছবি: সংগৃহীত

ডব্লিউসিসি রাইভালস অনেকটা রিয়েল ক্রিকেট টুয়েন্টির মতোই অভিজ্ঞতা দেয়। এখনো খুব বেশি মানুষ এই গেমটি সম্পর্কে না জানলেও দ্রুত এর জনপ্রিয়তা বাড়ছে।

স্টিক ক্রিকেট সুপার লিগ

মোবাইল ক্রিকেট গেম সুপার লিগ। ছবি: সংগৃহীত
মোবাইল ক্রিকেট গেম সুপার লিগ। ছবি: সংগৃহীত

বাস্তব উপস্থাপনা থেকে কিছুটা ভিন্ন ভিজ্যুয়ালের অভিজ্ঞতা দিতে পারে স্টিক ক্রিকেট সুপার লিগ। মোবাইল ডিভাইসের সেরা ক্রিকেট গেমের তালিকায় এটির নাম প্রায়ই শোনা যায়। বিশেষ ক্রিকেট হিসেবে এই গেম থেকে অনেকে বিনোদন পেতে পারেন।

এই গেমটিতে বাস্তবসম্মত গ্রাফিক্সের বদলে কিছুটা কার্টুনের মতো গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। তবে এতে আকর্ষণ গেমটির কমে যায়নি এক বিন্দুও। মোবাইল প্ল্যাটফর্মে বারবার অন্যতম সেরা ক্রিকেট গেমের তালিকায় স্টিক ক্রিকেটের বিভিন্ন সংস্করণ স্থান পেয়ে এসেছে।

ওয়ার্ল্ড ক্রিকেট ব্যাটল টু

ওয়ার্ল্ড ক্রিকেট ব্যাটেল টু। ছবি: সংগৃহীত
ওয়ার্ল্ড ক্রিকেট ব্যাটেল টু। ছবি: সংগৃহীত

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সেরা ক্রিকেট গেমের তালিকায় ওয়ার্ল্ড ক্রিকেট ব্যাটল টু বারবার উঠে আসে। এটি বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে কোনো ঝামেলা ছাড়াই খেলা যায়।

ক্রিকেট লিগ

মোবাইল গেম ক্রিকেট লিগ। ছবি: সংগৃহীত
মোবাইল গেম ক্রিকেট লিগ। ছবি: সংগৃহীত

অ্যান্ড্রয়েডের সেরা ক্রিকেট গেমের তালিকায় ক্রিকেট লিগ এক কঠিন প্রতিযোগী। এই গেমে একাধিক গেমপ্লে অপশন রয়েছে, যা অন্য কিছু গেমে পাওয়া যায় না।

শচীন সাগা ক্রিকেট চ্যাম্পিয়ন

মোবাইল ক্রিকেট গেম শচীন সাগা ক্রিকেট চ্যাম্পিয়ন। ছবি: সংগৃহীত
মোবাইল ক্রিকেট গেম শচীন সাগা ক্রিকেট চ্যাম্পিয়ন। ছবি: সংগৃহীত

ক্রিকেটের অন্যতম সেরা কিংবদন্তি শচীন টেন্ডুলকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গেমের নাম রাখা হয়েছে 'শচীন সাগা ক্রিকেট চ্যাম্পিয়ন।' গেমারদের অভিজ্ঞতাকে ভিন্ন পর্যায়ে নিয়ে যেতে এই গেমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এই গেমটি মোবাইল গেমারদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে।

একসময় মোবাইল ক্রিকেট গেম শুধুমাত্র অবসর কাটানোর উপায় হিসেবে ধরা হতো। তবে বর্তমানে যেসব মোবাইল গেম পাওয়া যায়, সেগুলো অনেকাংশেই লাইভ ম্যাচের উত্তেজনা, কৌশল ও রোমাঞ্চের প্রতিফলন ঘটানোর অত্যাধুনিক প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে।

তাই অনেকের কাছে মোবাইল ক্রিকেট গেম বিশ্বকাপ অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিশ্বকাপের বাকি রয়েছে আরও প্রায় এক মাস। বাংলাদেশের খেলা রয়েছে ছয়টি। সব মিলিয়ে বলা যায়, বাকি দিনগুলোতে মাঠের খেলার পাশাপাশি ডিজিটাল স্ক্রিনেও ক্রিকেট খেলা উপভোগে আগ্রহী হবেন গেমার ও মোবাইল ব্যবহারকারীরা।

ইংরেজি থেকে ভাবানুবাদ করেছেন আসরিফা সুলতানা রিয়া

Comments

The Daily Star  | English

Holidaymakers throng beach towns amid Durga Puja festival

The recent rise in travellers comes as a relief for the tourism industry in Cox's Bazar, Kuakata and Sylhet as these regions were suffering from low turnout in July, August and September this year.

1h ago