দায়িত্ব নেওয়ার ৫ দিনের মাথায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন মাস্ক
দায়িত্ব নেওয়ার ৫ দিনের মাথায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। গতকাল শুক্রবার অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পর টুইটার ইনকরপোরেশন জানিয়েছে, টুইটারের কনটেন্ট মডারেশনের কারণে বিজ্ঞাপনদাতারা ব্যয় কমাতে শুরু করায় ভুল তথ্যের বিস্তার রোধে দায়ী কর্মীদের মধ্য থেকে ছাঁটাই কম হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটির কর্মীরা টুইট বর্তায় জানিয়েছেন, কমিউনিকেশন, কনটেন্ট কিউরেশন, মানবাধিকার ও মেশিন লার্নিং নীতির বিষয়ে দায়ী দলগুলো থেকে বেশি ছাঁটাই হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের পরিচালনা বোর্ডের সব সদস্যকে বরখাস্ত করে একক কর্তৃত্ব নেন ইলন মাস্ক। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে প্রয়োজনীয় নথি জমা দিয়ে মাস্ক নিজেকে 'একমাত্র পরিচালক' হিসেবে ঘোষণা করেছেন।
Comments