যুক্তরাষ্ট্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস-পরিচালিত সব ধরনের ডিভাইস থেকে জনপ্রিয় চাইনিজ ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করা হয়েছে। 

হাউসের প্রশাসনিক শাখার তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে সব ধরনের সরকারি ডিভাইসে টিকটিক নিষিদ্ধের জন্য শিগগিরই একটি আইন তৈরি করা হবে।

গতকাল মঙ্গলবার হাউসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা (সিএও) তাদের সব আইন প্রণেতা এবং কর্মীদের কাছে পাঠানো একটি বার্তায় জানান, অ্যাপটিকে 'বেশ কয়েকটি নিরাপত্তা সমস্যার কারণে উচ্চ ঝুঁকি' হিসেবে বিবেচনা করা হয় এবং হাউস পরিচালিত সব ধরনের ডিভাইস থেকে তা মুছে ফেলতে হবে।'

নতুন আইনে বেইজিংভিত্তিক বাইটড্যান্স লিমিটেডের মালিকানাধীন টিকটককে সরকারি ডিভাইস থেকে নিষিদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের রাজ্য সরকারগুলোর একাধিক পদক্ষেপ গ্রহণ করে। 

চীন সরকার আমেরিকানদের ট্র্যাক করতে এবং কনটেন্ট সেন্সর করতে অ্যাপটি ব্যবহার করতে পারে এমন উদ্বেগের কারণে গত সপ্তাহ পর্যন্ত ১৯টি রাজ্য তাদের সরকারি ডিভাইস থেকে অ্যাপটি আংশিকভাবে ব্লক করেছে।

 

Comments

The Daily Star  | English

Interest payments, subsidies soak up almost half of budget

Interest payments and subsidies have absorbed nearly half of Bangladesh’s total budget expenditure in the first seven months of the current fiscal year, underscoring growing fiscal stress and raising concerns over public finances.

1h ago