সৌর বিমানের স্বপ্ন দেখাচ্ছেন ফরাসি ইঞ্জিনিয়ার

সৌর বিমানের স্বপ্ন দেখাচ্ছেন ফরাসি ইঞ্জিনিয়ার
প্রতীকী ছবি/ডয়চে ভেলে

এক সময়ে মানুষের যে স্বপ্ন অবাস্তব মনে হতো, পরে সেটি বাস্তব হয়ে উঠেছে৷ শুধু সৌরশক্তি কাজে লাগিয়ে যাত্রীবাহী বিমান চালানোর স্বপ্ন দেখছেন এক ফরাসি ইঞ্জিনিয়ার৷ আপাতত ছোট আকারে তিনি সেটা করে দেখাচ্ছেন৷

জঁ-বাপ্তিস্ত লোয়াজ্লে তার সৌরশক্তি চালিত বিমানের উৎকর্ষ হাতেনাতে দেখাতে ভালোবাসেন৷ একটি উড়ালের জন্য তিনি প্রায় ৫ ঘণ্টা ধরে আকাশে থেকে ২২০ কিলোমিটার অতিক্রম করেছেন৷ 

আকাশে 'ত্যুর দ্য ফ্রঁস'-এর ১৫তম পর্যায়ে ফ্রান্সের দক্ষিণে গ্রোলে-তে বিমানটি অবতরণ করেছে৷ এভাবে লোয়াজলে 'গ্রহের ডানা' প্রকল্পের জন্য প্রচার চালাচ্ছেন৷ 

লোয়াজলে বলেন, 'শুধু বাতাস ও সূর্যের আলোর শক্তি ব্যবহার করে দিগন্তের ওপর দিয়ে উড়তে অসাধারণ লাগে। আমাদের গ্রহ দূষণ না করেই যতদূর ইচ্ছে উড়ে যাওয়া আমার স্বপ্ন৷ সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছি বলে মনে হচ্ছে৷ সত্যিই অসাধারণ লাগছে৷'

এমন অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতার জন্য ইঞ্জিনিয়ার হিসেবে তিনি নিজের চাকরি ছেড়ে দিয়েছেন৷ এখন পুরোপুরি সোলার প্লেন নিয়ে ব্যস্ত থাকেন৷ সব জায়গায় কৌতূহলি মানুষের ভিড় হয়৷ বিমানটি কীভাবে চলে সবাই তা জানতে চান। 

এ প্রসঙ্গে লোয়াজ্লে মনে করিয়ে দেন, 'আমার বিমানটি এই প্রপেলারের সাহায্যে নিজে থেকেই টেকঅফ করে৷ দেখতে ছোট হলেও প্রপেলরের ব্যস এক মিটার৷ ব্যাটারি থেকে শক্তি আসে৷ ডানার ওপর বসানো সোলার সেল সেই ব্যাটারি চার্জ করে৷'

লোয়াজ্লে ৩ বছর ধরে এই বিমান তৈরির কাজ করেছেন এবং নিজের সঞ্চয়ের সব অর্থ এই প্রোটোটাইপে বিনিয়োগ করেছেন৷ এক গ্রাম কার্বন-ডাই-অক্সাইড নির্গমন না করে পরিবেশবান্ধব উড়াল চালানোই হলো স্বপ্ন৷

জঁ-বাপতিস্ত গোটা বিশ্ব চষে বেড়িয়েছেন৷ তিনি উদ্ভাবন ও প্রকৃতি ভালোবাসেন৷ দক্ষিণ মেরুর কাছে এক আলবাট্রস পাখি তাকে মুগ্ধ করার পর তিনি প্রথমে পানির নীচে চলে এমন এক রোবট তৈরি করেছিলেন৷

চলতি বছর লোয়াজ্লে গোটা ফ্রান্সের ওপর দিয়ে উড়ছেন৷ ২ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করছেন তিনি৷ তার মতে, ভবিষ্যতের পর্যটন এমনটাই হবে৷

বিমান শিল্পের অনেকেই তাকে পাগল ভাবেন৷ কারণ কোনো এক দিন শয়ে শয়ে যাত্রী নিয়ে বড় বিমানও পরিবেশের কোনো ক্ষতি না করে শুধু সৌরশক্তি কাজে লাগিয়ে উড়বে বলে তার মনে দৃঢ় বিশ্বাস রয়েছে৷ সেই বিশ্বাসের কারণ ব্যাখ্যা করে লোয়াজ্লে বলেন, 'আজকের যুগের বোয়িং বা এয়ারবাস বিমান সৌরশক্তিতে চলছে, এমনটা কল্পনা করা সত্যি কঠিন৷ কিন্তু আজকের সোলার সেল মাত্র ২০ শতাংশ সৌরশক্তি কাজে লাগায়৷ দশ থেকে ২০ বছরে সেটা বেড়ে হয়তো ৪০ বা ৬০ শতাংশ হবে৷ তখন হয়তো ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতিতে বিমান উড়তে পারবে৷ কিন্তু দেশের অভ্যন্তরীণ উড়ালের জন্য সেটা যথেষ্ট৷

গ্রোলে থেকে টেকঅফের সময়ে লোয়াজ্লে গুরুত্বপূর্ণ এক পার্থক্য স্পষ্ট করে দিলেন৷ প্রচলিত গ্লাইডার ওড়াতে হলে দড়ির টান বা মোটরচালিত বিমানের দরকার পড়ে৷ তার জন্য বেশ জ্বালানির ব্যবহার হয়৷ লোয়াজ্লের বিমান কিন্তু শুধু সৌরশক্তি কাজে লাগিয়েই টেকঅফ করতে পারে৷

লোয়াজ্লে অবশ্য তাতেই সন্তুষ্ট নন৷ সূর্যের শক্তি কাজে লাগিয়ে ওড়ার বিষয়ে আরও মানুষের মনে উৎসাহ সৃষ্টি করতে এবার তিনি গোটা ইউরোপ ঘুরতে চান৷

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

6h ago