বিদ্যুৎ ছাড়াই চলে যে বিনোদন কেন্দ্র

সারা জীবন নিজের পছন্দের কাজের সুযোগ কজনের থাকে? ইটালির এক রেস্তোরাঁ মালিক নিজের হাতে একটা অ্যামিউজমেন্ট পার্ক গড়ে তুলেছেন৷ ৮৪ বছর বয়সেও তিনি ভবিষ্যতের কথা ভাবছেন৷
বিদ্যুৎ ছাড়াই চলে যে বিনোদন কেন্দ্র

সারা জীবন নিজের পছন্দের কাজের সুযোগ কজনের থাকে? ইটালির এক রেস্তোরাঁ মালিক নিজের হাতে একটা অ্যামিউজমেন্ট পার্ক গড়ে তুলেছেন৷ ৮৪ বছর বয়সেও তিনি ভবিষ্যতের কথা ভাবছেন৷

রানওয়ে, হাম্প ওয়াগন বা মৃত্যুর চাকা৷ এগুলি 'আই পপি' নামের অ্যামিউজমেন্ট পার্কের ৩৭টি আকর্ষণের অন্যতম৷ ব্রুনো ফেরিন নিজের হাতে সেগুলি গড়ে তুলেছেন৷ তার বয়স এখন ৮৫৷ প্রায় ৫ দশক আগে তিনি সেখানে প্রথম দোলনা বসিয়েছিলেন৷ 

ব্রুনো বলেন, '৫০ বছর ধরে আমি যা কিছু গড়ে তুলেছি, প্রতিবার এখানে এসে সে সব দেখে খুব আনন্দ হয়৷ আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পেরেছি– নিজের জীবন সম্পর্কে এমনটা বলতে খুব ভালো লাগে৷'

১৯৬৯ সালে এক রেস্তোরাঁ থেকে তার স্বপ্ন শুরু হয়েছিল৷ ব্রুনো জঙ্গলের এই অংশের প্রেমে পড়ে যান৷ তার স্ত্রী যখন পপলার গাছের নীচে অতিথিদের ওয়াইন ও সসেজ পরিবেশন করতেন, ব্রুনো তখন দোলনা তৈরি করতে ব্যস্ত৷ সব কাজ নিজেই আয়ত্ত করেছিলেন৷ নিজের কৃতিত্বের দিকে ফিরে তাকিয়ে ব্রুনো বলেন, 'আমি মাত্র ৫ বছর প্রাইমারি স্কুলে ভর্তি ছিলাম৷ কিন্তু সংখ্যা এখনো মাথায় রয়েছে৷ আমার তৈরি আকর্ষণগুলোর ওজন ও পালটা ওজন কীভাবে কাজ করে, সে সব সহজেই মাথায় আসে৷ আমিও ভুল করি ঠিকই৷ এক দিক বেশি ভারি হলে অথবা অ্যাঙ্গেল ঠিক না হলে তখন আবার অ্যাডজাস্ট করতে হয়৷'

ব্রুনোর পার্কের বৈশিষ্ট্য হলো, তার আকর্ষণগুলো চালাতে কোনো বিদ্যুৎ লাগে না৷ পদার্থবিদ্যার নিয়ম ও সমবেত মানুষের পেশিশক্তি দিয়েই সেগুলো চলে৷ সবশেষ আকর্ষণ এই নাগরদোলা৷ টেলিভিশনে নাসার মহাকাশচারীদের প্রশিক্ষণ কেন্দ্র দেখে তার মাথায় সেই আইডিয়া এসেছিল৷ ব্রুনো ফেরিন বলেন, 'এই নাগরদোলা এই সব সাইকেলের সাহায্যে চলে৷ দর্শকদেরই সেই সাইকেল চালাতে হয়৷ প্যাডেলে চাপ দিলেই নাগরদোলা ঘোরে৷ সেই চাপ যত দ্রুত হয়, সেন্ট্রিফিউগাল ফোর্স ততই বাড়ে৷ তখন বসার সিট কেন্দ্র থেকে আরও পেছন দিকে চলে যায়৷'

অন্য অ্যামিউজমেন্ট পার্কগুলো যখন জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বন্ধ হওয়ার ঝুঁকির মুখে পড়ছে, তখন ব্রুনো এই বয়সেও ভবিষ্যতের জন্য আরও পরিকল্পনা করছেন৷ 

তিনি বলেন, 'জ্বালানির মূল্য মারাত্মক বেড়ে গেছে৷ তাই ভাবছি পার্কের প্রত্যেকটি যন্ত্রের মধ্যে ডায়নামো লাগাবো৷ সেগুলির মুভমেন্টের মাধ্যমে শক্তির উৎপাদন করাই আমার পরিকল্পনা৷'

প্রতি বছর প্রায় ৫০ হাজার দর্শক পার্কে আসেন৷ শুধু সপ্তাহান্তে খোলা থাকে, কোনো প্রবেশমূল্যও নেই৷ 

ব্রুনোর মতে, গরিব হোক বা বড়লোক – সবারই আমোদের অধিকার রয়েছে৷ দর্শকরা কখনো এমন মনোভাবের কারণ জানতে চান৷ ব্রুনো বলেন, 'বছরের শেষে হিসেব করে যদি দেখি মাত্র ১ ইউরো মুনাফা হয়েছে, তাতেই আমি সন্তুষ্ট৷ সবাই এই কনসেপ্ট না বুঝলেও আমার জন্য যথেষ্ট৷'

পার্কের দর্শকদের বেশিরভাগই ব্রুনোর রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করেন৷ ফলে ব্যবসার জন্য সুবিধা হয়৷ ৮৪ বছর বয়স হলেও ব্রুনো সব কাজে হাত লাগান৷ তার মতে, নিজের পছন্দের কাজ আজও তার তারুণ্য ধরে রেখেছে৷ ব্রুনো বলেন, 'এটা সত্যি সুন্দর জীবন৷ নিজের মর্জি অনুযায়ী ঠিক করি আজ কী করবো৷ দারুণ, তাই না? এটাই জীবনের কাব্য৷'

সেই দার্শনিক মনোভাবই অ্যামিউজমেন্ট পার্ককে ব্রুনোর ধ্যানজ্ঞান করে তুলেছে৷
 

Comments