গোপনীয়তা রক্ষায় ইমোর নতুন ৩ ফিচার

‘আপনার গোপনীয়তা, আপনার হাতে’ শীর্ষক ক্যাম্পেইনে নতুন ৩টি ফিচার সম্পর্কে ঘোষণা দিয়েছে ইমো। যেটি ব্যবহারকারীদের জন্য উন্নত গোপনীয়তা সুরক্ষা প্রদান এবং সাইবার নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশে তৈরি। 
গোপনীয়তা রক্ষায় ইমোর নতুন ৩ ফিচার
অনলাইন গোপনীয়তা রক্ষায় নতুন ৩ ফিচার নিয়ে এসেছে ইমো। ছবি: সংগৃহীত

সম্প্রতি ৩টি উন্নত নিরাপত্তা ফিচার চালু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। সেগুলো হলো- 'টাইম মেশিন', 'ব্লক স্ক্রিনশট ফর কল' এবং 'ফ্রেন্ড রিকোয়েস্ট।'

'আপনার গোপনীয়তা, আপনার হাতে' শীর্ষক ক্যাম্পেইনে নতুন ৩টি ফিচার সম্পর্কে ঘোষণা দিয়েছে ইমো। যেটি ব্যবহারকারীদের জন্য উন্নত গোপনীয়তা সুরক্ষা প্রদান এবং সাইবার নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশে তৈরি। 

এই ফিচারগুলো ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা সম্পর্কিত সমস্যাগুলো দূর করতে সহায়তা করবে। 

টাইম মেশিন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা নির্বাচিত চ্যাট হিস্ট্রি মুছে ফেলতে পারবেন। এ ছাড়া,  ব্লক স্ক্রিনশট ফর কল অপশনটির মাধ্যমে কল চলাকালীন অপরপ্রান্তে থাকা ব্যবহারকারীর স্ক্রিনশট নেওয়ার সুযোগ বন্ধ করা যাবে। 

এইভাবে, ইমো ব্যবহারকারীরা অন্যদের সঙ্গে যোগাযোগের সময় অপ্রীতিকর ও বিপজ্জনক পরিস্থিতি এড়াতে পারবেন। এ ছাড়া ইমোর ফ্রেন্ড রিকোয়েস্ট ফিচারটি ব্যবহারকারীকে আরও বেশি সুরক্ষিত করবে।

 

Comments