এক্সের নতুন ফিচার: পোস্টে শুধু ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে রিপ্লাই

সামাজিকযোগাযোগ মাধ্যমের নাম টুইটার থেকে এক্স হয়েছে, আর বদলে গেছে লোগো। ছবি: সংগৃহীত
সামাজিকযোগাযোগ মাধ্যমের নাম টুইটার থেকে এক্স হয়েছে, আর বদলে গেছে লোগো। ছবি: সংগৃহীত

ধনকুবের ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেওয়ার পর থেকে এই প্ল্যাটফর্মে এসেছে একের পর এক পরিবর্তন, যার মধ্যে আছে নাম বদলে এক্স রাখা। এই ধারায় সর্বশেষ যোগ হল, পোস্টে শুধু ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে রিপ্লাই দেওয়ার নতুন ফিচার।  

আজ মঙ্গলবার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে এখন থেকে তাদের অ্যাকাউন্টের সেটিংস এ নির্ধারণ করে দিতে পারবেন যে শুধু ভেরিফায়েড অ্যাকাউন্টধারীরা তাদের পোস্টে রিপ্লাই দিতে পারবে। 

পোস্টে রিপ্লাইয়ের ক্ষেত্রে আপাতত চার ধরনের বিকল্প পাচ্ছেন ব্যবহারকারীরা, যার মধ্যে আছে: 

  • সবাই রিপ্লাই করতে পারবে
  • শুধু ভেরিফায়েড অ্যাকাউন্ট (ভেরিফায়েড অ্যাকাউন্টস)
  • আপনি যেসব অ্যাকাউন্ট ফলো করেন
  • শুধু যেসব অ্যাকাউন্ট আপনি মেনশন করেন

এ ক্ষেত্রে 'ভেরিফায়েড অ্যাকাউন্টস' নামে একটি বিকল্প দেওয়া হয়েছে, যেটি নির্বাচন করলে শুধু ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকেই রিপ্লাই বা উত্তর দেওয়া যাবে।

প্রায় ১১ মাস আগে ইলন মাস্ক টুইটার ব্লুর জন্য পেইড ভেরিফিকেশন সেবা চালু করে। যার ফলে, কিছু পরিমাণ যাচাই-বাছাই সাপেক্ষে মাসে প্রায় ৮ ডলার সাবস্ক্রিপশন ফি দিয়ে যেকোনো ব্যবহারকারী (যেসব অঞ্চলে এই সেবা চালু হয়েছে, সেখানে) তার প্রোফাইলে ভেরিফায়েড নীল রঙের টিক চিহ্ন যোগ করার সুযোগ পান।

বিশ্লেষকদের মতে, নতুন এই ফিচারের সবচেয়ে বড় সমস্যা হবে, কেউ ভুল তথ্য প্রচার করলেও সেটাকে খন্ডানোর সুযোগ পাবেন শুধুই সীমিত সংখ্যক ভেরিফায়েড ব্যবহারকারীরা। গবেষকরা জানিয়েছেন, এক্সে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতার আগের তুলনায় অনেক বেড়েছে।   

ট্রল, অনলাইনে মানুষকে নাজেহাল করার প্রবণতা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ করতে কোনো কোনো বিশেষজ্ঞ যুক্তি দেন, শুধু ভেরিফায়েড অ্যাকাউন্টে (যাদের অ্যাকাউন্ট পেমেন্ট, ফোন নং অথবা সরকারী পরিচয়পত্রের মাধ্যমে ভেরিফাই করা হয়েছে) রিপ্লাই অপশনটি থাকা উচিৎ, কারণ 'রিপ্লাই' বা মন্তব্য থেকেই এসব সমস্যা বেশি দেখা দিচ্ছে।

তবে 'ভেরিফায়েড' তকমাযুক্ত বট অ্যাকাউন্টের ছড়াছড়ির কারণে এই যুক্তি খুব সহজেই বাতিল হয়ে যায়। এক্স ব্যবহারকারীদের কন্টেন্ট দেখানোর সময় ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে আসা রিপ্লাইকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু পেইড অ্যাকাউন্ট থেকে পোস্ট করা কমেন্টেও অনেক ভুল তথ্য ও উল্লেখিত সমস্যাগুলো দেখা যায়।

সব মিলিয়ে, নতুন এই ফিচার এক্সের সমস্যাগুলোর সমাধান নয় বলেই রায় দিচ্ছেন ইন্টারনেট বিশ্লেষকরা।

ডেভ দ্য রিপ্লাই গাই নামের এক ব্যবহারকারী এক্সের এই নতুন ফিচারের ঘোষণা সম্বলিত পোস্টের উত্তরে লেখেন, 'এটি পে টু উইন' ফিচার, অর্থাৎ, যারা বেশি টাকা খরচ করবে, তাদের কন্টেন্টই এক্সে বেশি প্রাধান্য পাবে।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

8h ago