লিংকডইনে শতাধিক ফ্রি এআই কোর্স: শুরু করবেন যেভাবে

লিংকডইনে শতাধিক ফ্রি এআই কোর্স: শুরু করবেন যেভাবে
লিংকডইন

পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের ব্যবহারকারীরা এবার ১০০টিরও বেশি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত কোর্স পাচ্ছেন বিনামূল্যে।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভূত উন্নয়নের এ সময়ে নিজেকে হালনাগাদ করে নিতে এ সংক্রান্ত দক্ষতা বেশ কাজে লাগবে বলেই এ উদ্যোগ নিয়েছে লিংকডইন। 

এতে অফারকৃত কোর্সগুলোতে একাধারে অন্তর্ভুক্ত করা হয়েছে জেনারেটিভ এআই, এআই ও মেশিন লার্নিং ফাউন্ডেশনস, রেসপন্সিবল এআই, অ্যাডভান্সড এআই এবং অ্যাপ্লায়েড এআইয়ের মতো বিষয়গুলো। 

এ ছাড়া শিগগিরই লিংকডইনে ২০টিরও বেশি নতুন জেনারেটিভ এআই কোর্স এবং লিংকডইনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রকৌশল বিষয়ক বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত একটি ধারাবাহিক প্রশিক্ষণ কোর্সও শুরু হবে।

লিংকডইনের এই কোর্সগুলো ইংরেজি, চীনা, ফরাসি, স্প্যানিশ, জার্মান, ব্রাজিলিয়ান পর্তুগিজ এবং জাপানি– মোট ৭টি ভাষায় বিনামূল্যে পাওয়া যাবে।

ফ্রি কোর্সগুলো ২০২৩ সালের ১৫ জুন থেকে লিংকডইন প্রশিক্ষণ প্ল্যাটফর্মে চালু করা হবে।

অনুবাদ: অনিন্দিতা চৌধুরী

Comments

The Daily Star  | English

Election 2026: CA’s office sends letter to EC

With this letter, the government has formally requested the EC to arrange the election

16m ago