বাংলাদেশের সাংবাদিকদের জন্য মেটার ফ্যাক্ট-চেকিং কোর্স চালু

বাংলাদেশে সাংবাদিকদের জন্য মেটার ফ্যাক্ট-চেকিং কোর্স চালু
বাংলাদেশে সাংবাদিকদের জন্য মেটার ফ্যাক্ট-চেকিং কোর্স চালু

বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাংবাদিকদের জন্য সম্প্রতি একটি বিনামূল্যের ফ্যাক্ট-চেকিং কোর্স চালু করেছে মেটা। পয়ন্টার ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের (আইএফসিএন) সঙ্গে বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাংবাদিকদের জন্য কোর্সটি চালু করা হয়েছে।

ফ্যাক্ট-চেকিং, ভেরিফিকেশন ও ডিবাঙ্কিং এবং স্বাস্থ্যবিষয়ক ভুল তথ্যের ওপর ভিত্তি করে ৩টি মডিউলের সমন্বয়ে কোর্সটি করানো হবে। যেখানে সাংবাদিকদের প্রাধান্য দেওয়া হবে। কোর্সটিতে শেখানো হবে, কীভাবে ফ্যাক্ট-চেক করতে হয়, ফ্যাক্ট-চেকিংয়ের পদ্ধতি এবং তাদের সহায়তার জন্য প্রয়োজনীয় টুল ও কৌশলও শেখানো হবে।

বর্তমানে ইংরেজি ও বাংলাসহ মোট ১৫টি ভাষায় কোর্সটি পাওয়া যাচ্ছে। ২-৩ ঘণ্টার মধ্যে কোর্সটি সম্পন্ন করা যাবে, এবং সেভাবেই ডিজাইন করা হয়েছে।

সাংবাদিক, শিক্ষাবিদ এবং এসব অঞ্চলের ফ্যাক্ট-চেকারদের কোর্সটিতে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হচ্ছে। 

কোর্স শেষ হলে অংশগ্রহণকারীরা একটি করে সার্টিফিকেট পাবেন।

বাংলাদেশে মেটার ফ্যাক্ট-চেকিং পার্টনার হিসেবে আছে এএফপি, ফ্যাক্ট ওয়াচ ও বুম।

বাংলায় কোর্সটি করতে ভিজিট করুন: www.poynter.org/courses/fact-checking-fundamentals-Bangla
 

Comments

The Daily Star  | English

CSA getting scrapped

The interim government yesterday decided in principle to repeal the Cyber Security Act which has been used to curb press freedom and suppress political dissent.

5h ago