বাংলাদেশের সাংবাদিকদের জন্য মেটার ফ্যাক্ট-চেকিং কোর্স চালু

ফ্যাক্ট-চেকিং, ভেরিফিকেশন ও ডিবাঙ্কিং এবং স্বাস্থ্যবিষয়ক ভুল তথ্যের ওপর ভিত্তি করে ৩টি মডিউলের সমন্বয়ে কোর্সটি করানো হবে।
বাংলাদেশে সাংবাদিকদের জন্য মেটার ফ্যাক্ট-চেকিং কোর্স চালু
বাংলাদেশে সাংবাদিকদের জন্য মেটার ফ্যাক্ট-চেকিং কোর্স চালু

বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাংবাদিকদের জন্য সম্প্রতি একটি বিনামূল্যের ফ্যাক্ট-চেকিং কোর্স চালু করেছে মেটা। পয়ন্টার ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের (আইএফসিএন) সঙ্গে বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাংবাদিকদের জন্য কোর্সটি চালু করা হয়েছে।

ফ্যাক্ট-চেকিং, ভেরিফিকেশন ও ডিবাঙ্কিং এবং স্বাস্থ্যবিষয়ক ভুল তথ্যের ওপর ভিত্তি করে ৩টি মডিউলের সমন্বয়ে কোর্সটি করানো হবে। যেখানে সাংবাদিকদের প্রাধান্য দেওয়া হবে। কোর্সটিতে শেখানো হবে, কীভাবে ফ্যাক্ট-চেক করতে হয়, ফ্যাক্ট-চেকিংয়ের পদ্ধতি এবং তাদের সহায়তার জন্য প্রয়োজনীয় টুল ও কৌশলও শেখানো হবে।

বর্তমানে ইংরেজি ও বাংলাসহ মোট ১৫টি ভাষায় কোর্সটি পাওয়া যাচ্ছে। ২-৩ ঘণ্টার মধ্যে কোর্সটি সম্পন্ন করা যাবে, এবং সেভাবেই ডিজাইন করা হয়েছে।

সাংবাদিক, শিক্ষাবিদ এবং এসব অঞ্চলের ফ্যাক্ট-চেকারদের কোর্সটিতে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হচ্ছে। 

কোর্স শেষ হলে অংশগ্রহণকারীরা একটি করে সার্টিফিকেট পাবেন।

বাংলাদেশে মেটার ফ্যাক্ট-চেকিং পার্টনার হিসেবে আছে এএফপি, ফ্যাক্ট ওয়াচ ও বুম।

বাংলায় কোর্সটি করতে ভিজিট করুন: www.poynter.org/courses/fact-checking-fundamentals-Bangla
 

Comments