নেটফ্লিক্স সাবস্ক্রিপশনে রেকর্ড, কঠোর হচ্ছে পাসওয়ার্ড শেয়ারিং নীতি

নেটফ্লিক্স সাবস্ক্রিপশনে রেকর্ড, কঠোর হচ্ছে পাসওয়ার্ড শেয়ারিং নীতি
নেটফ্লিক্স সাবস্ক্রিপশনে রেকর্ড, কঠোর হচ্ছে পাসওয়ার্ড শেয়ারিং নীতি: ছবি: এএফপি

বছরের প্রথম ৩ মাসে সাবস্ক্রাইবার সংখ্যা ২৩২ দশমিক ৫ মিলিয়নে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। গত মঙ্গলবার নেটফ্লিক্স এই তথ্য জানিয়েছে। 

এ ছাড়া বিজ্ঞাপন-সমর্থিত নতুন ক্যাটাগরিটিও বেশ ভালো চলছে বলে জানানো হয়েছে।

টেলিভিশন স্ট্রিমিং সাইটটি বছরের প্রথম ৩ মাসে প্রত্যাশা অনুযায়ী ১.৩ বিলিয়ন ডলার মুনাফা করেছে বলেও জানানো হয়েছে। তবে, 'গ্রাহকের স্ট্রিমিং অভিজ্ঞতা বাড়াতে' পাসওয়ার্ড শেয়ারিংয়ের বিষয়ে কঠোর নীতির বিষয়টি বিলম্বিত করেছে। 

নেটফ্লিক্স আরও জানিয়েছে, তারা বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থের বিনিময়ে পাসওয়ার্ড শেয়ারিং চালু করতে যাচ্ছে।

এ বিষয়ে থার্ড ব্রিজের বিশ্লেষক জেমি লুমলি বলেন, 'এটা স্পষ্ট যে নেটফ্লিক্স নতুন এই কৌশলের মাধ্যমে যে কোনো ধরনের বিপর্যয় মোকাবিলা করতে চায়।'

নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী গ্রেগ পিটার্স এক সাক্ষাৎকারে বলেছেন, নেটফ্লিক্স বেশ কিছু জায়গায় 'বরোয়ার' বা 'শেয়ারড' অ্যাকাউন্ট চালু করেছে। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য স্থানেও এগুলো চালুর পরিকল্পনা আছে। 
 
নেটফ্লিক্স আরও জানিয়েছে, তাদের গ্রাহকদের বাড়ি থেকে দূরে ট্যাবলেট, টেলিভিশন বা স্মার্ট ফোনের মতো বিভিন্ন ডিভাইসে নিরবচ্ছিন্ন পরিষেবার সুযোগ রয়েছে কি না সেটা নিশ্চিত করতে সময় লাগছে।

 

Comments

The Daily Star  | English

Trump gives Mexico 90-day tariff reprieve as deadline for higher duties looms

Approximately 85% of Mexican exports comply with the rules of origin outlined in the USMCA

17m ago