চোখের চিকিৎসায় সিঙ্গাপুরে সোহেল রানা

খ্যাতিমান অভিনেতা সোহেল রানা চোখের সমস্যায় ভুগছেন। গত ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে চোখের সার্জারি হয়। সেই সার্জারির পর কিছু জটিলতায় পড়েছেন তিনি।
সোহেল রানা। ছবি: সংগৃহীত

 

খ্যাতিমান অভিনেতা সোহেল রানা চোখের সমস্যায় ভুগছেন। গত ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে চোখের সার্জারি হয়। সেই সার্জারির পর কিছু জটিলতায় পড়েছেন তিনি।

চোখের চিকিৎসায় সিঙ্গাপুরে যাচ্ছেন তিনি।

অভিনেতার ছেলে মাশরুর পারভেজ আজ শুক্রবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এখানে আমার বাবার অপারেশনটা হয়েছে কিন্তু কিছু জটিলতা দেখা দিয়েছে। সেই কারণে আমরা দ্রুত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যোগাযোগ করেছি। তাদের সঙ্গে কথা হয়েছে। বাবার চিকিৎসার জন্য আগামী রোববার আমরা সেখানে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।'

৯ মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সোহেল রানা।

প্রযোজক হিসেবে মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ সিনেমা 'ওরা ১১ জন' নির্মাণ করেন সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। ১৯৭৩ সালে 'মাসুদ রানা' সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন কিংবদন্তি এই অভিনেতা। তিনি ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

Comments