পুতিনের পশ্চিমাবিরোধী বক্তব্যের নিন্দা যুক্তরাষ্ট্রের

পুতিনের পশ্চিমাবিরোধী বক্তব্যের নিন্দা যুক্তরাষ্ট্রের
জ্যাক সুলিভান ও প্রেসিডেন্ট ডো বাইডেন। ছবি: এএফিপি

ইউক্রেনে সংঘাত বৃদ্ধির জন্য পশ্চিমা বিশ্ব 'পুরোপুরি' দায়ী; পুতিনের এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ইউক্রেন আক্রমণের 'যৌক্তিকতা' প্রমাণে ব্যর্থ হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করছেন, পশ্চিমা বিশ্ব রাশিয়াকে হুমকি দিয়েছে।
    
আজ মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের এসব কথা বলেন।

সুলিভান বলেন, 'কেউ রাশিয়াকে আক্রমণ করছে না। রাশিয়া ইউক্রেন বা অন্য কারও কাছ থেকে সামরিক হুমকির মধ্যে ছিল; এই ধারণার মধ্যে এক ধরনের অযৌক্তিকতা রয়েছে।'

পুতিনের ইউক্রেন যুদ্ধ শুরুর বর্ষপূর্তি উপলক্ষে ওয়ারশতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বক্তৃতা দেওয়ার কয়েক ঘণ্টা আগে সুলিভান বলেন, ক্রেমলিন প্রেসিডেন্ট ছিলেন আক্রমণকারী।

'এই যুদ্ধকে বেছে নেওয়া হয়েছিল। তিনি এটি নাও করতে পারতেন। এখন তিনি এটি শেষ করে ফিরে যেতে পারেন', বলেন সুলিভান।

আজ মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, 'ইউক্রেন সংঘাতে ইন্ধন জোগানো, এর তীব্রতা বৃদ্ধি ও নিহতের সংখ্যার হিসাব... সম্পূর্ণভাবে পশ্চিমা অভিজাতদের ওপর নির্ভর করে।'

''যে রাশিয়ানরা 'বিশ্বাসঘাতকতার পথ' বেছে নিয়েছিলেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।'

তিনি আরও বলেন, 'যারা রাশিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতার পথে হাঁটছেন তাদের অবশ্যই আইনের আওতায় জবাবদিহি করতে হবে।'

 

 

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago