আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান ও তার স্ত্রীকে এনএবির তলব

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান ও তার স্ত্রীকে এনএবির তলব
ইমরান খান ও তার স্ত্রী বুশরা খান। ছবি: টুইটার থেকে সংগৃহীত

আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রী বুশরাকে তলব করেছে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)।

ইমরান খানের জামান পার্কের বাসভবনে এনএবি'র ২ সদস্যের একটি দল আজ বৃহস্পতিবার এই সমন পাঠিয়েছে।

ইমরান খান ও তার স্ত্রী এই তদন্তে যোগ দেবেন কি না জানতে চাইলে পিটিআইয়ের এক নেতা পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে বলেন, পিটিআই প্রধান এখনো এনএবি-র কার্যক্রমে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি।

তবে জিও টিভির এক প্রতিবেদেন বলা হয়েছে, ইমরান খান তদন্ত কার্যক্রমে সশরীরে হাজির না হয়ে লিখিত উত্তর দিতে পারেন।

এ দিকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের জামিন ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে তাকে ২ সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়। যার মেয়াদ ছিল ২৬ মে পর্যন্ত।

গত মধ্যরাতে এক টুইটবার্তায় ইমরান খান বলেন, পরবর্তী সরকার গঠনে বাধা দিতে পিটিআইকে টার্গেট করা হচ্ছে এবং তাদের দলের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে।

পিটিআই প্রধান বলেন, 'বর্তমান ফ্যাসিবাদী কাঠামো গণতন্ত্র, বিচার বিভাগ, সংবিধান এবং আইনের শাসন নিয়ে পুরোপুরি উপহাস করেছে।'

 

Comments

The Daily Star  | English

Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

"The chief adviser said he wants to hold the election between December and June"

3h ago