শিক্ষা মন্ত্রণালয়ের ৪০ শূন্য পদে চাকরির সুযোগ

আগ্রহী প্রার্থীরা  আগামী এসব পদের জন্য ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
শিক্ষা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ও এর আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) ৪০টি শূন্য পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 

আগ্রহী প্রার্থীরা  আগামী এসব পদের জন্য ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিচে বিস্তারিত জানানো হল। 

পদের নাম:

স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর

পদসংখ্যা: ৭টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে MS Office-এ কাজ করার দক্ষতা থাকতে হবে। 

বেতন স্কেল: ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা (গ্রেড-১২)

 

পদের নাম:

পাবলিকেশন সহকারী

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা থাকতে হবে। 

বেতন স্কেল: ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩)

 

পদের নাম

ডকুমেন্টেশন সহকারী

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা থাকতে হবে। 

বেতন স্কেল: ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩)

 

পদের নাম:

সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার

পদসংখ্যা: ৩টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। বয়স সর্বোচ্চ ৩০ বছর।

বেতন স্কেল: ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩)

 

পদের নাম:

আর্টিস্ট/ ক্যালিওগ্রাফার

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ফাইন আর্টস বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।  প্রকাশনা সংক্রান্ত হস্তলিখন, ডিজাইন, আর্ট, ক্যালিগ্রাফি, ইত্যাদি কাজে পারদর্শিতা ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা (গ্রেড-১৪)

 

পদের নাম:

প্রুফ রিডার

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রুফ রিডিং কাজে অন্যূন ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা (গ্রেড-১৪)

 

পদের নাম:

ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ৪টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 

বেতন স্কেল: ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড- ১৬)

 

পদের নাম:

ল্যাব এ্যাসিসটেন্ট

পদসংখ্যা: ২টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ। 

বেতন স্কেল: ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড- ১৬)

 

পদের নাম:

রেকর্ড কীপার

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে MS Office-এ কাজ করবার দক্ষতা থাকতে হবে। 

বেতন স্কেল: বেতন স্কেল: ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড- ১৬)

 

পদের নাম:

অফিস সহায়ক

পদসংখ্যা: ৩টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল:  ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা (গ্রেড- ২০)

 

পদের নাম:

ল্যাব এ্যাসিসটেন্ট

পদসংখ্যা: ১৬ টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ। 

বেতন স্কেল:  ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা (গ্রেড- ২০)

 

আবেদন যেভাবে

http://banbeis.teletalk.com.bd এই ওয়েবসাইটে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অন লাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে পারবেন। আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

 

আবেদন ফি

টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জসহ ১ নং এ বর্ণিত পদের ক্ষেত্রে ৩৩৫ টাকা; ক্রমিক ২ থেকে ৯ ও ১১ নং এ বর্ণিত পদের ২২৩ টাকা এবং ১০ নং এ বর্ণিত পদের ক্ষেত্রে ১১২ টাকা আবেদনের অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।

 

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১ অক্টোবর সকাল ১০টা।

আবেদনের পূরণ ও ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২০ অক্টোবর বিকেল ৫টা।

 

বিস্তারিত দেখুন এই লিংকে

গ্রন্থনা: আহমেদ হিমেল

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago