৪ পদে ৩৩৭ জন নেবে বন অধিদপ্তর, লাগবে না স্নাতক

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তর চারটি শূন্য পদে ৩৩৭ জন নিয়োগে বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে।

পদগুলো হলো—ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিনম্যান। ১২তম গ্রেডে এই পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন হবে ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা।

১৬তম গ্রেডে গাড়িচালক পদে ২৫ জন এবং স্পিডবোট ড্রাইভার পদে নেবে ১৩ জন। বেতন হবে নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

এছাড়া, ১৭তম গ্রেডে বন প্রহরী পদে ২৮৬ জনকে নেবে বন অধিদপ্তর। বেতন হবে নয় হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা।

ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিনম্যান পদে আবেদনের যোগ্যতা

  • কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা একই সিজিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • দ্বিতীয় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ থাকতে হবে।

গাড়িচালক পদে আবেদনের যোগ্যতা

  • কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি বা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে পাওয়া বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।

স্পিডবোট ড্রাইভার পদে আবেদনের যোগ্যতা

  • কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • স্পিডবোট ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হবে হবে।
  • স্পিডবোট অপারেটরের সনদ থাকতে হবে।

বন প্রহরী পদে আবেদনের যোগ্যতা

  • কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ হতে হবে ৭৬ সেন্টিমিটার।

যা জানা জরুরি

এসব পদে নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে।

নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান, কোটা পদ্ধতি এবং এ সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হবে।

আবেদনের ক্ষেত্রে চলতি বছরের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ থেকে ৩২ বছর হয়েছে, কেবল তারাই আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেবিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।

এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না।

যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালতে নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের দেওয়া অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। তবে অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

প্রার্থীর জমা দেওয়া কোনো তথ্য বা কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যেভাবে আবেদন করবেন

আবেদনপত্র গ্রহণ করা হবে শুধুমাত্র অনলাইনে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, বাতিল বলে গণ্য হবে।

আবেদন ও পরীক্ষার ফি জমা নেওয়ার ২৯ জানুয়ারি সকাল ১০টায় শুরু হবে। শেষ হবে ২ মার্চ বিকেল ৫টায়।

আবেদনের নিয়মাবলী সম্পর্কে আরও তথ্য জানতে ক্লিক করুন।

অনলাইনে আবেদনপত্র করতে ক্লিক করুন এখানে

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

1h ago