গাজীপুরে চাকরি মেলা, ৮ প্রতিষ্ঠানের জন্য নেওয়া হচ্ছে সিভি
গাজীপুরের টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী চাকরি মেলা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় 'শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি' শীর্ষক প্রকল্পের আওতায় গাজীপুর জেলা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন, সনদপত্র বিতরণ, চাকরি মেলার আয়োজন করা হয়।
শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প পরিচালক মো. আব্দুর রেজ্জাক দ্য ডেইলি স্টারকে জানান, ই-লানিং অ্যান্ড আর্নিংয়ের উদ্যোগে এ জব মেলায় দেশের নামকরা ৮টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। তারা ১৭টি ক্যাটাগরিতে চাকরির জন্য সিভি নিচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আজহারুল ইসলাম খান।
তাছাড়া ই-লানিং অ্যান্ড আর্নিং এবং জাতীয় যুবকাউন্সিল, যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম আগত প্রশিক্ষণার্থীদের বক্তব্য শোনেন এবং চাকরিদাতা-গ্রহীতাদের উদ্দেশে বক্তব্য রাখেন।
Comments