৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩ হাজার পদে নিয়োগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এই বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জনসহ মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১ জুন থেকে, চলবে ২৫ জুন পর্যন্ত।

প্রার্থীদের http://bpsc.teletalk.com.bd ঠিকানায় গিয়ে আবেদনপত্র পূরণ ও নির্ধারিত ফি জমা দিতে হবে। আবেদনপত্র জমার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এমসিকিউ ভিত্তিক প্রাথমিক পরীক্ষা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

সম্প্রতি ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার মানবন্টন ও সিলেবাসের ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই পরীক্ষা হবে সর্বোমোট ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। আর বাকি ১০০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য। মৌখিক পরীক্ষায় পাস করতে প্রার্থীকে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে।

প্রার্থী যে বিষয়ের জন্য পরীক্ষা দেবেন, সেই বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা আর বাকি ১০০ নম্বর হবে সাধারণ বিষয়ে। সাধারণ বিষয়ে ১০০ নম্বর নম্বর বণ্টন হবে—বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর ও মানসিক দক্ষতায় ১০ নম্বর। এই পরীক্ষার জন্য সর্বমোট সময় থাকবে দুই ঘণ্টা।

প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago