৪ বছরের জন্য নিয়োগ পেলেন জাবি উপাচার্য অধ্যাপক নূরুল আলম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য পদে সাময়িকভাবে দায়িত্বে থাকা অধ্যাপক মো. নূরুল আলমকে আগামী ৪ বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক ড. নুরুল আলম। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য পদে সাময়িকভাবে দায়িত্বে থাকা অধ্যাপক মো. নূরুল আলমকে আগামী ৪ বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১ (১) ধারা অনুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাময়িক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য পদে অধ্যাপক মো. নূরুল আলম তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। পাশাপাশি উপাচার্য পদের সকল সুবিধা ভোগ করবেন। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক নূরুল আলম বলেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় একটি উন্নতমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। সেজন্য বিশ্ববিদ্যালয়ের সবার কাছ থেকে সহোযোগিতা কামনা করি এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।'

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

8h ago