জাবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

ইমতিয়াজ অর্ণব ও অমর্ত্য রায়। ছবি: সংগৃহীত

ইমতিয়াজ অর্ণবকে সভাপতি এবং অমর্ত্য রায়কে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাতে সেলিম আল দীন মুক্তমঞ্চে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন বিদায়ী সভাপতি রাকিবুল রনি।

এর আগে, 'গুলিবিদ্ধ গান একদিন ঠিক কেড়ে নেবে স্বৈরাচারের প্রাণ'- এই স্লোগানকে সামনে রেখে গত ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পার্শ্ববর্তী ছবি চত্বরে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ৩১তম সম্মেলনের উদ্বোধন করা হয়। 

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

7h ago