গাড়িচাপায় নারীর মৃত্যুতে ঢাবির সাবেক শিক্ষকের শাস্তি দাবি

গাড়িচাপায় নারীর মৃত্যুতে ঢাবির সাবেক শিক্ষকের শাস্তি দাবি
নিরাপদ সড়ক চাই আন্দোলনের সমাবেশ। ছবি: সিরাজুল ইসলাম রুবেল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গাড়িচাপায় এক নারীর মৃত্যুর ঘটনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সাবেক ওই শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছে 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের ঢাবি শাখা।

আজ শনিবার সকাল ১১টার দিকে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে তারা নিরাপদ ক্যাম্পাস ও দুর্ঘটনায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আজহার জাফর শাহের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রিফাত জাহান শাওন বলেন, 'এই এলাকা দিয়ে ভারী যানবাহন চলাচল করায় আমরা ক্যাম্পাসে অনিরাপদ বোধ করি। এমনকি লাইব্রেরিতে থাকাকালীন আমরা এসব গাড়ির শব্দ শুনতে পাই। ক্যাম্পাসে ভারী যানবাহন চলাচল বন্ধে আমরা দাবি জানালেও কর্তৃপক্ষ সে বিষয়ে কর্ণপাত করেনি।'

দাবি আদায়ে দুপুর ২টা থেকে ঢাবির কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করবে।
 

Comments