ঢাবির বিজয় একাত্তর হলে নষ্ট খাবার সরবরাহ, শিক্ষার্থীদের প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল ট্রাস্ট ফান্ডের প্রভোস্ট গোল্ড মেডেল, প্রভোস্ট অ্যাওয়ার্ড ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান ছিল গতকাল সোমবার। এ উপলক্ষে রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীদের প্লাস্টিকের বাটিতে করে খাবার বিতরণ করে হল কর্তৃপক্ষ। তবে সে খাবার খেতে না পেয়ে ফেলে দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, অনুষ্ঠান উপলক্ষে হল কর্তৃপক্ষ তাদের নষ্ট খাবার সরবরাহ করেছে। এ কারণে সে খাবার ফেলে দিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন।
তারা আরও জানান, বাটিতে বিতরণকৃত খাবারের মধ্যে ছিল পোলাও, মুরগির রোস্ট ও ডিম। কিন্তু বাটি খোলার পর খাবার থেকে দুর্গন্ধ বের হয়। এ কারণে তারা কেউ খেতে পারেননি। পরে তারা নষ্ট খাবার হলের দক্ষিণ পাশের বারান্দা দিয়ে আবাসিক শিক্ষকদের কোয়ার্টারে যাওয়ার রাস্তায় ফেলে প্রতিবাদ জানান।
সরেজমিনে দেখা যায়, রাস্তাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে খাবার। কুকুর-বিড়াল সেগুলো খাচ্ছে। ভোর পর্যন্ত কেউ সেসব পরিষ্কার করেনি।
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছির দ্য ডেইলি স্টারকে বলেন, 'হলের অনুষ্ঠান উপলক্ষে প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীর জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। তবে সব খাবার নষ্ট হয়ে যাওয়ায় কেউ খেতে পারেনি।'
আনুমানিক ২ লাখ টাকার খাবার নষ্ট হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, 'খাবারের দায়িত্বে ছিলেন হল ক্যান্টিন পরিচালক আনোয়ার। তার সরবরাহ করা খাবার সব নষ্ট ছিল। শিক্ষার্থীরা নষ্ট খাবার ফেলে দেয়। আমরা বিষয়টি নিয়ে দুয়েক দিন পর বসব। আনোয়ারকে জরিমানা করা হবে।'
প্রভোস্ট বলেন, 'আমরা এক সপ্তাহ পর আবার শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করব।'
Comments