ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ঢাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল

সারাদেশে হত্যা, ধর্ষণ, নারী নিপীড়নের সুষ্ঠু বিচারসহ ৩ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করছে ছাত্র-জনতা।
দাবিগুলো হলো—ধর্ষণ ও নিপীড়নবিরোধী আন্দোলনসহ দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হামলার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার, অব্যাহত ধর্ষণ-নিপীড়ন ও জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অন্যায্য বহিষ্কারাদেশ প্রত্যাহার।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ মশাল মিছিল শুরু হয়।
এর আগে, সন্ধ্যা ৭টার দিকে মশাল হাতে তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পরে মোমবাতি হাতে ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে শোক পালন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী। তিনি বলেন, 'এই পুলিশ আমার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই মশালের প্রত্যকটা আগুন আমাদের বুকের আগুন।'
এরপর তারা মিছিল শুরু করেন। গণতান্ত্রিক ছাত্রজোটের আহ্বানে এ মিছিলে তারা 'আমার বোন মরল কেন, প্রশাসন জবাব চাই', 'খুন-ধর্ষণ-নিপীড়ন, রুখে দাঁড়াও বাংলাদেশ', 'অবিলম্বে উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে' ইত্যাদি স্লোগান দেন।
মিছিলটি নীলক্ষেত হয়ে হলপাড়া ঘুরে কেন্দ্রীয় মসজিদের পাশ দিয়ে বের হয়ে শামসুন্নাহার হলের সামনে থেকে ঘুরে ডাস ক্যাফেটেরিয়ার সামনে এসে শেষ হয়।
Comments