যশোরে নিজ বাড়ি থেকে শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মিনহাজুল আবেদীন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন।
মিনহাজুল আবেদীন। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে নিজ বাড়ি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত মিনহাজুল আবেদীন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সালামতপুর গ্রামে বাড়ির নিজ কক্ষে মিনহাজুলের মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, দুই সপ্তাহ আগে মিনহাজুল বিশ্ববিদ্যালয় থেকে গ্রামের বাড়িতে আসেন। তিন ভাইয়ের মধ্যে তিনি বড়।

মিনহাজুলের বাবা ফারুক হোসেন ডেইলি স্টারকে জানান, পরিবারের সদস্যদের সঙ্গে মিনহাজুলের কোনো ঝগড়া-বিবাদ ছিল না।

স্থানীয় খেদাপাড়া পুলিশ ক্যাম্পের পরিদর্শক সমেন বিশ্বাস ডেইলি স্টারকে জানান, মিনহাজুলের মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ওসি মনিরুজ্জামান বলেন, 'ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।'

Comments

The Daily Star  | English

Hathurusingha suspended as Bangladesh coach

Chandika Hathurusingha has been suspended as the head coach of the Bangladesh cricket team, the president of the Bangladesh Cricket Board (BCB) Faruque Ahmed announced in Mirpur today.

3h ago