রাবির সংঘর্ষে পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: আরএমপি কমিশনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংঘর্ষের ঘটনায় পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আনিছুর রহমান।
স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, রাবি, রেললাইনে আগুন, ঢাকা-রাজশাহী ট্রেন বন্ধ,
সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরএমপি কমিশনার আনিছুর রহমান। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংঘর্ষের ঘটনায় পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আনিছুর রহমান।

আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, 'সহিংসতার সময় আমরা কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করিনি, এমনকি গ্যাস ক্যানিস্টার ব্যবহারের সময়ও পুলিশ সংঘর্ষের মাঝখানে ছোড়ে, শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়।'

তিনি দাবি করেন, 'স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় গুলি ও ইটপাটকেলে আহতের ঘটনা ঘটেছে।'

তবে শিক্ষার্থীদের দাবি, পুলিশ ক্রাইসিস রেসপন্স টিমের সাদা গাড়ি থেকে গুলি চালায়। তারা গুলিবর্ষণের প্রতিবাদে রোববার বিক্ষোভও করেন।

Comments