শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৫

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় আখালিয়া এলাকার বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় আখালিয়া এলাকার বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে সংঘর্ষ শুরু হয় এবং সাড়ে ৬টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কয়েকজন যুবক বিকেলে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে কর্তব্যরত সিকিউরিটি গার্ড তাদের বাধা দেন। পরে শাবিপ্রবির শিক্ষার্থীদের সঙ্গে ওই যুবকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি হলে শিক্ষার্থী ও এলাকাবাসী সংঘর্ষে জড়ায়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রুকন বলেন, 'শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন। স্থানীয়রাও বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সরে বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

Comments