চবির অছাত্র ও বহিষ্কৃতদের ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

অছাত্র ও বহিষ্কৃতদের আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

বিভিন্ন আবাসিক হলে অবস্থানরত অছাত্র ও বহিষ্কৃতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্তৃপক্ষ।

আজ রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদের সই করা এ জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ ও এর আগে বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এসব শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো বিভিন্ন আবাসিক হলে অবস্থান করছেন তাদের আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো।

এছাড়া বিভিন্ন সময়ে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যারা বহিষ্কারাদেশের আওতায় রয়েছে তাদেরও আগামীকালের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার পর এ ধরনের কাউকে হলে থাকা অবস্থায় পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চবি প্রক্টর নুরুল আমিন শিকদারেরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ছাত্রলীগের কয়েকটি গ্রুপের মধ্যে বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে।

ক্যাম্পাসে চাঁদাবাজি ও সংঘর্ষের বিষয়ে রিপোর্ট করায় আজ রোববার দুপুরে প্রথম আলোর প্রতিবেদক মোশাররফ শাহকে পিটিয়েছে ছাত্রলীগের একদল নেতাকর্মী। ওই সাংবাদিক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের মধ্যে উত্তপ্ত অবস্থার মধ্যেই রোববার বিকেলে চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

Comments

The Daily Star  | English

No confrontations, no use of force, Quader warns independents

Awami League General Secretary Obaidul Quader today cautioned the AL leaders running as independents not to engage in confrontations with party nominees or use any force

1h ago