চবিতে খাওয়ার সময় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৯

চবি
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ নেতাকর্মী আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে চবি ছাত্রলীগের বিজয় ও সিক্সটি নাইন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজেমুল আলম দ্য ডেইলি স্টারকে সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের একটি হোটেলে দুপুরের খাওয়ার সময় দুই গ্রুপের নেতাকর্মীরা ডালের বাটি পড়ে যাওয়া নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। এর জেরে  উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রায় ২ ঘণ্টা উভয়পক্ষ একে অপরের দিকে করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

চবি মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার আবু তৈয়ব ডেইলি স্টারকে বলেন, 'আমরা আহত ১৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে কেউ গুরুতর আহত হননি।'

সিক্সটি নাইন গ্রুপের নেতা সাইদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'বিজয়ের এক কর্মী একটি তুচ্ছ বিষয় নিয়ে আমাদের এক জুনিয়রকে আক্রমণ করেন।'

বিজয়ের নেতা শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, 'আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।'

সহকারী প্রক্টর নাজেমুল আলম বলেন, 'সমস্যা সমাধানে আমরা দুই গ্রুপের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করছি।'

Comments

The Daily Star  | English

5 more advisers to be sworn in today

The oath-taking will take place at the Darbar Hall of the Bangabhaban at 7:00pm

2h ago