ভ্রমণ ভিসার পাকিস্তানিকে চাকরি: ব্যাখ্যা চেয়ে ইউজিসির চিঠি

পাকিস্তানি নাগরিককে শিক্ষক হিসেবে নিয়োগ
পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আমিন নদভী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ ভিসায় আসা এক পাকিস্তানি নাগরিককে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য ডেইলি স্টার।

প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) রেজিস্ট্রারকে চিঠি পাঠিয়ে ব্যাখ্যা চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

গতকাল 'ভ্রমণ ভিসার পাকিস্তানিকে চাকরি, 'আমার বিশ্ববিদ্যালয়ে আমি যা বলব, সেটাই আইন'" শিরোনামে প্রতিবেদনটি দ্য ডেইলি স্টার বাংলায় প্রকাশিত হয়েছে।

ইউজিসির চিঠিতে বলা হয়েছে, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অনলাইন বাংলা ভার্সনে গত ২১ নভেম্বর প্রকাশিত 'ভ্রমণ ভিসার পাকিস্তানিকে চাকরি, আমার বিশ্ববিদ্যালয়ে আমি যা বলব, সেটাই আইন' শীর্ষক খবরটি কমিশন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনসহ কয়েকটি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী ৩ কর্মদিবসের মধ্যে পাঠাতে অনুরোধ করেছে ইউজিসি। এগুলো হলো—

১. মোহাম্মদ আমিন নদভীকে বিশ্ববিদ্যালয়ে কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে (সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি, সিলেকশন কমিটির সুপারিশ, সিন্ডিকেট ও বিওটি সভার কার্যবিবরণীসহ)।

২. যেসব পদে নিয়োগ দেওয়া হয়েছিল সেসব পদ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত জনবল কাঠামো (অর্গানোগ্রাম)-এর অন্তর্ভুক্ত কি না। অনুমোদিত জনবল কাঠামোর অন্তর্ভুক্ত হয়ে থাকলে সে সংক্রান্ত প্রমাণ—সংশ্লিষ্ট বিওটি ও সিন্ডিকেট সভার কার্যবিবরণী।

৩. বর্ণিত ব্যক্তির জীবনবৃত্তান্ত, নিয়োগপত্র, নিয়োগের শর্তসমূহ, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব (জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট), ওয়ার্ক পারমিট, ভিসা ইত্যাদির সত্যায়িত ছায়ালিপি।

ইউজিসির পরিচালক মো. ওমর ফারুখের সই করা ওই চিঠিতে ৩ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এসব নথিসহ ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছে।

দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণ ভিসায় বাংলাদেশে বেড়াতে এসে গত দুই বছরের বেশি সময় ধরে চাকরি করছেন পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আমিন নদভী। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) ২০২১ সালের জুন মাস থেকে শিক্ষকতা করছেন তিনি।

চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনের (সাতকানিয়া-লোহাগড়া) সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী পাকিস্তানি এই নাগরিককে ভিসা পাইয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করেছেন। ড. আবু রেজা আইআইইউসি'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তিনি বেআইনিভাবে তার পাকিস্তানি বন্ধু আমিন নদভীকে বিশ্ববিদ্যালয়ে চাকরিসহ বিভিন্ন সুবিধা পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ আছে।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

The meeting will be held tonight at 8:00pm at the State Guest House, Jamuna

2h ago