চুয়েটের দ্বিতীয় প্রো-ভিসি অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ

তিনি চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে দায়িতে পালন করছিলেন।
প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পেয়ে ড. জামাল উদ্দীন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দ্বিতীয় প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। 

গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের নির্বাহী আদেশে এই নিয়োগ আদেশ জারি করা হয়। 

আদেশ অনুযায়ী, আগামী ৪ বছরের জন্য প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন ড. জামাল উদ্দীন।

যোগদানের পরপর গতকাল বিকেলে তিনি চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন।

অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ বর্তমানে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক পদে দায়িত্ব পালনের পাশাপাশি মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি চুয়েট বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, আইইবি চট্টগ্রাম সেন্টারের সেমিনার কমিটির আহ্বায়ক, আইইবির এএসএমইর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এর আগে তিনি চুয়েটের সিন্ডিকেট সদস্য, যন্ত্রকৌশল অনুষদের ডিন, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, ড. কুদরত-ই-খুদা হলের প্রভোস্ট, স্টাফ ওয়েলফেয়ার কমিটির সভাপতি এবং মুজিব শতবর্ষ উদযাপনের মিডিয়া ও প্রকাশনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। 

অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে।

Comments