চুয়েট-কুয়েট-রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১-এর সমন্বিত ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১০টা থেকে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এবার ক গ্রুপ (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ও খ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ) মোট ২৮ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী অংশগ্র নেবেন।

চুয়েট কেন্দ্রে ক গ্রুপে ৮ হাজার ৭৪০ জন ও খ গ্রুপে ৭৪০ সহ মোট ৯ হাজার৪৭৭ জন, কুয়েট কেন্দ্রে ক গ্রুপে ৮ হাজার ৫৫৩ ও খ গ্রুপে ৮৭০ সহ মোট ৯ হাজার ৪২৩ ও রুয়েট কেন্দ্রে ক গ্রুপে ৮ হাজার ৮৭৩ ও খ গ্রুপে ৬৩২ সহ মোট ৯ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

ভর্তি পরীক্ষার জন্য ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সেবা সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সহযোগিতায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এবারের সমন্বিত ভর্তি পরীক্ষায় চুয়েটের ৯৩১টি আসন, কুয়েটের ১ হাজার ৬৫টি আসন এবং রুয়েটের ১ হাজার ২৩৫টিসহ সর্বমোট ৩ হাজার ২২১টি আসনের বিপরীতে মোট ২৮ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

চুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বলেন, 'বরাবরের মতো স্বচ্ছ ও সুষ্ঠু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। সকল প্রস্তুতি সম্পন্ন।'

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago