মধ্যরাতে প্রতিবাদ বিক্ষোভের পর হলে ফিরছেন ঢাবি শিক্ষার্থীরা

রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা ধীরে ধীরে নিজ নিজ হলের দিকে ফিরে যান।
রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছবি: আনিসুর রহমান/স্টার

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের অপমান করা হয়েছে দাবি করে রাতে প্রতিবাদ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রোববার দিবাগত রাত ১১টার দিকে কয়েকশ শিক্ষার্থী হল থেকে বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন।

পরে রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা ধীরে ধীরে নিজ নিজ হলের দিকে ফিরে যান।

শামসুন্নাহার হলের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছবি: স্টার

আন্দোলনরত শামসুন্নাহার হলের শিক্ষার্থী আশরেফা দ্য ডেইলি স্টারকে বলেন, 'মেয়েরা হলে ফিরে গেছে। আমাদের হল, রোকেয়া হলের শিক্ষার্থীরা হলে ফিরে গেছে।'

হলে ফিরে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলে, 'আমাদের প্রতিবাদ জানানোর ছিল। জানিয়েছি, অবস্থান নেওয়ার জন্য বের হইনি। অবস্থান নেওয়ার সিদ্ধান্তও হয়নি।'  

এর আগে শিক্ষার্থীদের এ প্রতিবাদ মিছিলের বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'এই বিক্ষোভ কর্মসূচি আমরা ডাকিনি। শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে হলের গেট ভেঙে এসে এই বিক্ষোভ করছেন।

রোববার বিকেলে বঙ্গভবনে সাম্প্রতিক চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা (কোটা) পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা (কোটা) পাবে? সেটা আমার প্রশ্ন।

 

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of 726 people who died during the student-led mass protests in July and August.

1h ago