কোটা আন্দোলন

প্রবীর দাশের ছবিতে ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার খন্ডচিত্র

ছবি: প্রবীর দাশ/স্টার

কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা।

ছবি: প্রবীর দাশ/স্টার

দুপুর আড়াইটার দিকে বিজয় একাত্তর হলের সামনে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

১৬ জুলাই এক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ | ছবি: প্রবীর দাশ/স্টার

এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা হেলমেট পরে লাঠি, হকিস্টিক, গাছের গুড়ি নিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়।

ছবি: প্রবীর দাশ/স্টার

একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মী দলে দলে আন্দোলনকারীদের ওপর হামলা চালান।

ছবি: প্রবীর দাশ/স্টার

গতকাল ছাত্রলীগের হামলায় আহত আন্দোলনকারীদের একটি বড় অংশ নারী শিক্ষার্থী, যারা বিভিন্ন আবাসিক হল থেকে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

ছবি: প্রবীর দাশ/স্টার

নারী শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগ কর্মীরা তাদেরকে 'টার্গেট করে পিটিয়েছে'।

২০২৪ সালের ১৬ জুলাই এক নারী শিক্ষার্থীকে মারতে উদ্যত ছাত্রলীগ কর্মী | ছবি: প্রবীর দাশ/স্টার

গতকাল ছাত্রলীগের হামলার শিকার নারী শিক্ষার্থীরা বলেছেন, বিকেল ৩টার দিকে হলগুলোর দিকে যাওয়ার পর বাণিজ্য অনুষদের দিক থেকে ছাত্রলীগের প্রায় ৫০০ কর্মী 'রাজাকার, রাজাকার' বলে লাঠিসোটা হাতে তেড়ে আসেন।

ছবি: প্রবীর দাশ/স্টার

ছাত্ররা কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়লেও মোটামুটিভাবে সংঘবদ্ধ ছিলেন ছাত্রীরা। তাদেরকে লক্ষ্য করেই ইট-পাটকেল ছোড়েন ছাত্রলীগ নেতাকর্মীরা।

ছবি: প্রবীর দাশ/স্টার

 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

6h ago