তাঁতিবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী গুলিবিদ্ধ

তাঁতিবাজার এলাকায় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে তাদের ওপর গুলিবর্ষণ করা হয়।
ঢাকা কলেজের সামনে রক্তাক্ত মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল | স্টার ফাইল ফটো

রাজধানীর তাঁতিবাজারে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে।

তারা হলেন-ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অনিক (২২) ও ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাসিম (২২)।

আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'তাঁতিবাজার এলাকায় ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের পেটে ও বুকে ছররা গুলি লেগেছে।'

এছাড়া সকাল থেকে আহত আরও প্রায় ৪০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আহতরা জানান, তাঁতিবাজার এলাকায় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে তাদের ওপর গুলিবর্ষণ করা হয়।

Comments