খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন জিমনেশিয়ামের কাজ দ্রুত সম্পন্নের তাগিদ

জিমনেশিয়াম ভবনের নির্মাণকাজ ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়ার কথা।
বৃহস্পতিবার জিমনেশিয়ামের কাজ পরিদর্শন করেন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতাধীন জিমনেশিয়ামের নির্মাণকাজের গতি বাড়িয়ে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করার তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে জিমনেশিয়ামের কাজ পরিদর্শন করেন প্রকল্পের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। 

তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের কাছে নির্মাণকাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

ঠিকাদাররা জানান, জিমনেশিয়াম ভবনের নির্মাণকাজ ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়ার কথা।

ড. মো. রেজাউল করিম কাজের গুণগতমান বজায় রেখে আগে শেষ করার জন্য প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তাগিদ দেন।

২৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে আধুনিক সুবিধা সম্বলিত জিমনেশিয়াম ভবনের আয়তন ৩ হাজার ৯৭ বর্গমিটার। এখানে হ্যান্ডবল কোর্ট, ৫৯৮ জন দর্শক ধারণক্ষমতা সম্পন্ন গ্যালারি, ফিটনেস সেন্টার, ইনডোর গেমস কাম স্টুডেন্ট ক্যাম্পিং, ডাইনিং ও ম্যাচ অফিসিয়ালদের রুমসহ অন্যান্য আধুনিক সুবিধা থাকবে।

Comments

The Daily Star  | English

Bangladesh ranks 84th among 127 countries in Global Hunger Index

The level of hunger in Bangladesh this year has been categorised as "moderate"

35m ago