খুলনায় বৃষ্টিতে ভিজে ২ ঘণ্টা জিরোপয়েন্ট মোড় অবরোধ শিক্ষার্থীদের

কোটা বাতিলের দাবিতে খুলনায় শিক্ষার্থীদের মিছিল। ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর জিরো পয়েন্ট এলাকায় পুলিশের অবস্থানের মধ্যেই জড়ো হন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মুষলধারে বৃষ্টির মধ্যে বিকেল পৌনে ৫টার দিকে জিরো পয়েন্টের চারটি সড়ক অবরোধ করেন তারা। এতে চারটি সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। 

খুলনা নগরের প্রবেশমুখ জিরো পয়েন্ট এলাকায় ঢাকা, সাতক্ষীরা, যশোরসহ বিভিন্ন এলাকা থেকে চারটি সড়ক এসে মিলিত হয়েছে। শিক্ষার্থীদের অবরোধের কারণে চারটি সড়কেই যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

এর আগে সাড়ে ৪টার দিকে খুবি ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। 

দুপুর থেকে জিরো পয়েন্ট এলাকায় অন্যদিনের তুলনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সেখানে জলকামান ও সাজোয়া যান নিয়ে পুলিশ অবস্থান নেয়। 

এর মধ্যেই শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে স্লোগান দেন এবং বিক্ষোভ সমাবেশ করেন। শিক্ষার্থীরা বলেন, যতদিন সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল না হবে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন। 

ভারী বৃষ্টি শুরু হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

43m ago