ঢাবি ভর্তি পরীক্ষা শুরু ৪ জানুয়ারি, আবেদন ৪ নভেম্বর থেকে

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যলয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। প্রতীকী ছবি: স্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। প্রতীকী ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি শুরু হবে।

আজ সোমবার উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যলয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির একাধিক সদস্য দ্য ডেইলি স্টারকে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ৪ জানুয়ারি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি। 

বিজ্ঞান বিভাগের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারি, বিজনেস স্টাডিজ 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

তবে, আইবিএর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি।

ভর্তি প্রার্থীরা আগামী ৪ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Comments

The Daily Star  | English

President says it's a settled matter, urges all not to create controversy

President Mohammed Shahabuddin today said the campaign carried out in various media by quoting him on the issue of resignation of the former prime minister Sheikh Hasina has created confusion in the public mind

3h ago