স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চেয়ে ১৫ দিনের আলটিমেটাম ৭ কলেজের

রাজধানীর সাত কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা চেয়ে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

এই সাত কলেজ গত সাত বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল এই কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকের ঘোষণা দেওয়া হয়।  

সাত কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র আবদুর রহমান সাংবাদিকদের বলেন, 'আমরা সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয় কেমন হবে তার একটি বিস্তারিত রূপরেখা চাই।'

রূপরেখা তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটি আমাদের জানিয়েছে যে তাদের কাজ সম্পন্ন হয়েছে এবং শিগগির এটি জমা দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে, আমরা এর জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছি,' বলেন তিনি।

ঢাকা কলেজ মিলনায়তনে সাত কলেজের ছাত্র প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে, স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর সাত কলেজের শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি পূরণের জন্য তাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম তুলে নেয়।

গত রোববার সাত কলেজের শিক্ষার্থীরা তাদের ৫ দফার অগ্রগতির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে দেখা করতে যান।

উপ-উপাচার্য তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে জানিয়ে শিক্ষার্থীরা ওই সন্ধ্যায় সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন।

পরে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপ-উপাচার্যের বাসভবন ঘেরাও করতে গেলে, ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়।

কয়েকঘণ্টা সংঘর্ষের পর রাত ২টার দিকে শিক্ষার্থীরা সরে আসেন। পরে গতকাল সাত কলেজের শিক্ষার্থীরা ছয় দাবিতে নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। 

Comments

The Daily Star  | English

Green shoots in economy

Bangladesh’s economy started showing signs of a turnaround in the second quarter of the fiscal year, official statistics show, although economists caution that Trump’s tariff measures are likely to slow down the momentum.

7h ago