চবি এ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, ১ আসনের জন্য পরীক্ষার্থী ৮৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। প্রথমেই অনুষ্ঠিত হবে 'এ' ইউনিটের পরীক্ষা।

এ বছর 'এ' ইউনিটের প্রতিটি আসনের জন্য প্রায় ৮৯ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিগত বছরগুলোর মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ নিয়ে গঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের 'এ' ইউনিট। 

এই ইউনিটের এক হাজার ২১৫টি আসনের জন্য মোট এক লাখ নয় হাজার ৮১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিট এবং দুটি সাব-ইউনিটে মোট চার হাজার ৯২৬টি আসন রয়েছে, আবেদন করেছেন দুই লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। গত বছর আবেদনকারীর সংখ্যা ছিল দুই লাখ ৫৪ হাজার ৬৬৯ জন।

আগামী ২৪ মার্চ ডি-১ সাব-ইউনিটের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে।

প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সানাউল্লাহ চৌধুরী বলেন, 'আমরা ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সফলভাবে সম্পন্ন করেছি। ভাইস-চ্যান্সেলর আমাদের নির্দেশ দিয়েছেন, একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরীক্ষা প্রক্রিয়া নিশ্চিত করতে।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

12h ago