এক লাইনে ২ ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলেন চবির হাজারো শিক্ষার্থী

চবির শাটল ট্রেন ও একটি তেলবাহী ওয়াগন এক লাইনে চলে আসে। ছবি: ভিডিও থেকে নেওয়া

তেলবাহী ওয়াগনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনের হাজারো শিক্ষার্থী।

আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর ষোলশহর জংশনে এক লাইনে দুই ট্রেন চলে আসে।

লোকো মাস্টারের দক্ষতায় এই সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পতেঙ্গা জ্বালানি টার্মিনাল থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ওয়েগান ষোলশহর জংশনে দাঁড়িয়েছিল। সেসময় বিপরীত দিক থেকে আসছিল শহরগামী বিশ্ববিদ্যালয়ের ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেন। 

একই লাইনে অন্য ট্রেন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে শাটলটি থামাতে সক্ষম হন লোকো মাস্টার। 

চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, পয়েন্টসম্যানের অবহেলায় এমন হয়েছে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পয়েন্টসম্যানকে তাৎক্ষণিক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। 

পাশাপাশি দক্ষতার সঙ্গে দুর্ঘটনা এড়ানোর জন্য শাটল ট্রেনের লোকো মাস্টারকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন রেল কর্মকর্তারা।

রেলের বিভাগীয় ব্যবস্থাপক বলেন, 'পয়েন্টসম্যান ভুলে ২ নম্বর লাইনের জায়গায় ৩ নম্বর লাইন যুক্ত করেছে। শাটল ট্রেনের লোকো মাস্টার দূর থেকে বিষয়টি লক্ষ্য করেন। পয়েন্ট ক্রস করার আগেই তিনি শাটল ট্রেন থামাতে সক্ষম হন।' 

তিনি আরও বলেন, 'যদি লোকো মাস্টার ভুল করতেন, তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারত। এখানে স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যান দুজনেরই দায়িত্বে অবহেলা হয়েছে। তবে কে কতটুকু দায়ী তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।'

Comments

The Daily Star  | English

Economy to face challenges in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

2h ago