সনদ তুলতে যাওয়া চবি শিক্ষার্থীর কাছে ‘দা’, আটকের পর পুলিশে সোপর্দ

চবি
ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় জমা রাখা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সনদ তুলতে 'দা' নিয়ে আসায় আটক করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে। পরে তাকে হাটহাজারী পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

আটক হৃদয় নাথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোমবার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতির কক্ষের সামনে থেকে তাকে আটক করা হয়।

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিভাগীয় সভাপতির কক্ষের সামনে থেকে প্রক্টরিয়াল বডির সদস্যরা হৃদয়কে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার এইচএসসির সনদ তোলার জন্য বিভাগের অফিস কক্ষে যান হৃদয়। কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করায় শিক্ষকরা তাকে বোঝানোর চেষ্টা করেন।

মার্কেটিং বিভাগের সহকারী রেজিস্ট্রার সুব্রত কুমার দত্ত ডেইলি স্টারকে বলেন, 'হৃদয় নাথ এসেছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সনদ নিতে। কিন্তু তিনি আগেই সনদ নিয়ে গেছেন। তাকে এটা জানানোর পর তিনি উত্তেজিত হয়ে যান। একপর্যায়ে বিভাগের বাইরে গিয়ে শপিং ব্যাগে করে দা নিয়ে আসেন।'

সহকারী প্রক্টর অধ্যাপক ড.বজলুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিভাগের ডকুমেন্টস বলছে হৃদয় প্রথম বর্ষেই তার সনদগুলো নিয়ে গেছেন। আজ তিনি ব্যাগে ছোট একটি দা নিয়ে আবার সনদ নিতে আসেন। ব্যাগ হাতে দাড়িয়ে থাকতে দেখে শিক্ষকরা তার গতিবিধি সন্দেহজনক মনে করে নিরাপত্তা দপ্তরে ফোন করেন। নিরাপত্তাকর্মীরা এসে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।'

প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই শিক্ষার্থীকে আটক করে হাটহাজারী থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনাটি খুবই স্পর্শকাতর। এ সময় হৃদয় নাথের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।'
 

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Time’s List: Yunus among 100 most influential people

Chief Adviser Prof Muhammad Yunus has been named among TIME magazine’s 100 Most Influential People of 2025.

2h ago