ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নাম বদলে হলো শাহ আজিজুর রহমান হল

ছাত্র ইউনিয়নের নিন্দা ও মওলানা ভাসানীর নামে আবাসিক হলের নামকরণের আহ্বান।
ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। স্টার ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারটি হল ও একটি একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আজ বুধবার এক বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৬৭তম সিন্ডিকেট সভার ছয় নম্বর প্রস্তাব ও সিদ্ধান্ত অনুযায়ী হল চারটির নাম পরিবর্তন করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে শাহ আজিজুর রহমান হল করা হয়েছে। এছাড়া, শেখ রাসেল হলের পরিবর্তে শহীদ আনাছ হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল, শেখ হাসিনা হলের পরিবর্তে জুলাই-৩৬ হল রাখা হয়েছে। পাশাপাশি ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের বদলে ইবনে সিনা বিজ্ঞান ভবন করা হয়েছে।

এদিকে শাহ আজিজুর রহমানের নামে হলের নামকরণে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।

সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম যৌথ সংবাদ বিবৃতিতে উল্লেখ করেন, শাহ আজিজুর রহমানের মতো একজন চিহ্নিত স্বাধীনতাবিরোধীর নামে আবাসিক হলের নামকরণ জাতির জন্য এক কলঙ্কজনক সিদ্ধান্ত। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থি। আমরা ইবি প্রশাসনের কাছে এই নাম পরিবর্তন ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নামে আবাসিক হলের নামকরণের আহ্বান জানাচ্ছি।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইসলামী বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নে শাহ আজিজুর রহমান ছিলেন। মানুষ নিন্দা জানাতে পারে। কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় উনার অবদান আছে। কে নিন্দা জানালো-না জানালো সেটা সিন্ডিকেটের বিষয় না। উনি দেশের রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি।'

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

12h ago