আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইনকিলাব মঞ্চ।

আজ শুক্রবার জুমার নামাজের পর গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। 

মিছিলে তারা 'বাঁশের লাঠি তৈরি কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর', 'ক্ষমতা না জনতা, জনতা, জনতা', 'আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন' ইত্যাদি স্লোগান দেন।

মিছিলটি হল পাড়া, মল চত্বর, টিএসসি, শাহবাগ হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বলেন, 'আওয়ামী লীগ নামে ও তাদের প্রতীক নিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। কচুক্ষেত থেকে নেওয়া সিদ্ধান্ত বাংলাদেশে বাস্তবায়িত হবে না।'

ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

সংগঠনটির ঢাবি শাখার মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি বলেন, 'দেশের জনগণ স্পষ্ট করে দিয়েছে যে নতুন বাংলাদেশের সিদ্ধান্ত জনগণ নেবে। কচুক্ষেত থেকে আর কোনো সিদ্ধান্ত আসবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য পর্দার আড়ালে অনেক রাজনৈতিক দল কাজ করছে। তারা সংস্কার ছাড়াই ক্ষমতা দখল করতে এবং একটি নতুন ফ্যাসিবাদী কাঠামো প্রতিষ্ঠা করতে চায়।'

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র আশরেফা খাতুন বলেন, 'গত ৫ আগস্টের পর দেশের শাসনক্ষমতার কাঠামো বদলে, রাষ্ট্র কাঠামোও বদলে যাবে। সেনানিবাস, ভারত ও কিছু রাজনৈতিক দলের প্রেসক্রিপশনের মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যতক্ষণ আমাদের শিরায় এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ আমরা আওয়ামী লীগকে ফিরে আসতে দেব না।'

অপরদিকে ইনকিলাব মঞ্চও কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু করে। মিছিলটি মধুর ক্যান্টিন, কলা ভবন, সূর্যসেন হল, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী বলেন, 'সরকার যদি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন আয়োজনের চেষ্টা করে, তাহলে বাংলাদেশে আবার রক্তপাত হবে। জুলাইয়ের ২ হাজারের বেশি শহীদ ও হাজার হাজার আহতদের রক্তের শপথ, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকা পর্যন্ত আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেব না।'

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Reducing US trade GAP: Dhaka turns to Boeing, wheat imports

Bangladeshi officials are preparing for a third round of talks in Washington next week

6h ago