অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত চবি চারুকলার ২ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলাকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে অনশনে বসেছেন ওই অনুষদের ৯ শিক্ষার্থী।
অনশনের ২৬ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো কার্যকর সমাধানে পৌঁছাতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশনরত ২ শিক্ষার্থী।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে তারা অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক এসে তাদের প্রাথমিক চিকিৎসা দেন।
তারা হলেন চবি চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাহামুদুল ইসলাম ও তন্নী।
মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব দ্য ডেইলি স্টারকে বলেন, 'দীর্ঘক্ষণ খাবার ও পানি না খাওয়ায় তাদের শরীরে পানি শূন্যতা দেখা দিয়েছে। এতে শিক্ষার্থীরা অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছেন। আমরা প্রাথমিক চিকিৎসা হিসেবে স্যালাইন দিয়েছি।'
জানতে চাইলে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা চেষ্টা করছি সিন্ডিকেট সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে। যত দ্রুত সম্ভব আমরা সিন্ডিকেট মিটিং করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে একটা সমাধানে আসব।'
এর আগে, সোমবার দুপুরে চারুকলা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে। এরপর দুপুর ৩টা থেকে তারা আমরণ অনশনের ডাক দেয়।
অনশনরত শিক্ষার্থীরা বলছেন, জরুরি সিন্ডিকেট মিটিং করে প্রজ্ঞাপন জারি করে চারুকলাকে বিশ্ববিদ্যালয়ে স্থানন্তর না করা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।
Comments