চুয়েটে প্রথমবারের মতো টেডএক্সচুয়েট

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথমবারের মতো 'রেসিলেন্স: রাইজিং বেয়ন্ড লিমিটস' থিমকে কেন্দ্র করে আন্তর্জাতিক টেডএক্স লাইসেন্সপ্রাপ্ত অনুষ্ঠান 'টেডএক্সচুয়েট' অনুষ্ঠিত হয়েছে।

চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এবং চীফ প্যাট্রন ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।

অনুষ্ঠানে উদ্ভাবনী আইডিয়া বিনিময় ধারণা, অনুপ্রেরণামূলক বক্তব্য, নেটওয়ার্কিংসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হয়। এতে চুয়েটের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজনে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন চুয়েট, ইউএসটিসি ও রুয়েটের সাবেক উপাচার্য ও চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান; বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান; র‌্যাংকনের সিইও তানভীর শাহরিয়ার রিমন; অ্যামেচার এস্ট্রোনোমার, ডিজিটাল আর্টিস্ট, চলচ্চিত্র নির্মাতা ও পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কেওলিন; ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মুহাম্মদ সজল ও বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের হেড অব প্রজেক্টস জাকারিয়া জালাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আবু মোয়াজ্জেম হোসাইন।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago