রাকসু নির্বাচনের ভোটগ্রহণ এগিয়ে ২৫ সেপ্টেম্বর

শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পরিবর্তিত তারিখ অনুযায়ী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার রাত ৯টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, এ ক্ষেত্রে তফসিলের অন্যান্য তারিখও কিছুটা পরিবর্তন হবে। আজ রাতের মধ্যেই সংশোধিত নতুন তফসিল দেওয়া হবে।
এর আগে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের পূর্বঘোষিত তফসিল পুনর্বিন্যাস করে ১৫ সেপ্টেম্বর থেকে ১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পাশাপাশি ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, 'যেহেতু ২৮ তারিখ সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী। সেই বিষয়টিকে সম্মান জানিয়ে আমরা নির্বাচনের তারিখ এগিয়ে আনছি। পূর্ণাঙ্গ তফসিল আজ রাতেই দেওয়া হবে।'
তিনি বলেন, '২৮ তারিখ নির্বাচনের তারিখ শোনার পর থেকেই শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। আমরাও বিষয়টি অনুধাবন করে তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।'
নতুন তারিখ অনুসারে, আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
Comments