অবশেষে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

দীর্ঘ অনিশ্চয়তা ও বিভিন্ন বাধা-বিপত্তির পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।
তফসিল অনুযায়ী আজ রোববার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও কর্মচারীদের কর্মবিরতির কারণে তা শুরু হয় দুপুর সোয়া ১টার দিকে।
এর আগে, পোষ্য কোটা পুনর্বহালসহ প্রাতিষ্ঠানিক বৈষম্য দূর করার দাবিতে কর্মবিরতি পালন করেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।
এতে অনিশ্চয়তা তৈরি হয় রাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ নিয়ে।
পরে দুপুরে কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করলে শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন নিয়ে আশার সঞ্চার হয়।
দুপুর ১টা ১৫ মিনিটে রাকসু নির্বাচনের কোষাধ্যক্ষের কার্যালয় থেকে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমান।
তিনি স্বতন্ত্র প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বাংলা বিভাগের শিক্ষার্থী নিশা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এছাড়া, আরও কয়েকজন শিক্ষার্থী দুপুরে মনোনয়নপত্র নেন।
জানতে চাইলে রাকসু নির্বাচনের কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষার্থীরা খুবই উৎসাহের সঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে।'
বিকেল সাড়ে ৩টার দিকে রিটার্নিং অফিসার মাহবুবুল ইসলাম বলেন, 'আমরা এখন পর্যন্ত ৪টি মনোনয়নপত্র বিতরণ করেছি। আজ বিক্ষোভের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম। আগামীকাল থেকে আমরা ভালো অবস্থা আশা করছি।'
তফসিল অনুযায়ী, রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় এবং সংশ্লিষ্ট হল প্রভোস্টদের কার্যালয় থেকে ২৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
রাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর।
Comments