ডাকসু নির্বাচন

৭–১০ সেপ্টেম্বর ঢাবিতে ক্লাস ও পরীক্ষা বন্ধ

আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনশী শামস উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে, গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ডাকসু নির্বাচনের একদিন আগে ৮ সেপ্টেম্বর এবং নির্বাচনের দিন ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।

নির্বাচনের দিন শুধুমাত্র বৈধ শিক্ষার্থী, অনুমোদিত সাংবাদিক ও ভোট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।

ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। এ বছর ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে ৬২ জন নারী শিক্ষার্থী।

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

5h ago