সকাল ১১টা থেকে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা
রাজধানীর একটি কেন্দ্রে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা। ছবি: স্টার ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ রোববার সকাল ১১টা থেকে শুরু হবে।

আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে।

শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচিতে বলা হয়েছে, আগামী ১৩ ডিসেম্বর এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।

ব্যবহারিক পরীক্ষা ১৫ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে সারা দেশে ৪২ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে গত ১৯ অক্টোবর জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই অনুযায়ী, গত ৩ নভেম্বর থেকে সব কোচিং সেন্টার বন্ধ আছে, যা ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

গত ৩ নভেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারো চলাফেরায় নিষেধাজ্ঞা দিয়েছে।

পরীক্ষার্থী কমেছে

গত ১৯ অক্টোবর শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, গত বছর মোট এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জনে।

অর্থাৎ, পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

এ ছাড়াও, বিদেশে ৮ কেন্দ্র রয়েছে। সেখানে ২২২ পরীক্ষার্থী পরীক্ষা দেবে।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

2h ago