যশোর বোর্ডে এইচএসসির প্রথম দিন অনুপস্থিত ১,৯০৪ পরীক্ষার্থী

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন মোট ১ হাজার ৯০৪ পরীক্ষার্থী।
যশোর বোর্ড

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন মোট ১ হাজার ৯০৪ পরীক্ষার্থী।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, যশোর শিক্ষাবোর্ডের এইচএসসির প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষার্থী ছিল ৯৯ হাজার ২৩৬ জন। 

তাদের মধ্যে মোট ৯৭ হাজার ৩৩২ জন পরীক্ষায় অংশ নিয়েছেন এবং মোট ১ হাজার ৯০৪ জন অনুপস্থিত ছিলেন।

প্রথম দিন কোনো পরীক্ষার্থী ও পরিদর্শক বহিষ্কার হননি বলে জানান তিনি।

অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে যশোরের ২৯৪ জন, ঝিনাইদহের ২৬৯ জন, খুলনার ২৭৫ জন, বাগেরহাটের ১২৪ জন, সাতক্ষীরার ২৬৫ জন, কুষ্টিয়ার ১৮১ জন, চুয়াডাঙ্গার ১৩৯ জন, মেহেরপুরের ৯২ জন, নড়াইলের ৯৯ জন ও মাগুরার পরীক্ষার্থী ১৬৬ জন।

পুরো বোর্ডে মোট ২২৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

Comments