সম্মাননা পেয়ে আপ্লুত অবসরপ্রাপ্ত ২৪ শিক্ষক
অবসরপ্রাপ্ত ২৪ শিক্ষককে সম্মাননা জানিয়ে শিক্ষক সমাবেশ করেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রদ্ধেয় স্কুলশিক্ষক তজম্মুল আলীর সম্মানে গঠিত 'টি আলী স্যার ফাউন্ডেশন'।
জেলার বিভিন্ন উপজেলায় দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসরগ্রহণ করা এ শিক্ষকদের মধ্যে ৫ জনকে প্রদান করা হয় 'টি আলী স্যার সম্মাননা পদক ২০২২।
আজ বুধবার দুপুরে সিলেট নগরীর রাজা গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ব্যতিক্রমী এ শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়।
এবছর টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক পান সিলেট সদর উপজেলায় মো. আব্দুর রাজ্জাক, সাদ ওবায়দুল লতিফ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাজী ময়ুব আলী, বিয়ানীবাজার উপজেলায় মো. মজির উদ্দিন আনসার ও জকিগঞ্জ উপজেলায় আকরাম আলী।
এছাড়াও সম্মাননা প্রদান করা হয় মো. রমজান আলী, মো. আব্দুল মুক্তাদির, রজত চক্রবর্ত্তী, মিছবাহ উদ্দিন, মো. ইসলাম উদ্দিন, মো. মাহতাব উদ্দিন, প্রমোদ চন্দ্র দে কানু, মোহাম্মদ আছমত আলী, বিন্দু মাধব ভট্টাচার্য, ধীরেন্দ্র কুমার নাথ, ফয়জুল ইসলাম, মো. মহিউদ্দিন, মো. সামছুদ্দিন, মো. শুয়াইব আলী, মো. সিরাজুর রহমান, মো. হুসাইন আহমদ, শৈলেন্দ্র চন্দ্র দাশ ও সুভাষ রঞ্জন তালুকদারকে।
সম্মাননা পাওয়া বেশিরভাগ শিক্ষকই অশীতিপর। প্রয়াতও হয়েছেন কয়েকজন। তাদের পক্ষ থেকে পরিবারের সদস্যরা গ্রহণ করেন সম্মাননা। অনুষ্ঠানের শুরুতে সম্মাননা পাওয়া শিক্ষকদের জীবনী নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। বক্তৃতা পর্ব শেষে গুণী শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।
সম্মাননা পদকপ্রাপ্ত শিক্ষক আকরাম আলী বলেন, 'জীবনের বেশিরভাগ সময়ই শিক্ষকতা করে কাটিয়েছি। চাকরিতে থাকাকালীন অনেকে গুরুত্ব দিলেও অবসরের পর আমাদের কথা আর কেউ মনে রাখে না। মুখেই কেবল শিক্ষকের মর্যাদার কথা বলা হয়, বাস্তবে এর কোন প্রয়োগ নেই। অবসর নেওয়ার পর আজকেই প্রথম কেউ আমাকে ডেকে সম্মাননা জানালো।'
রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ আবদুল মুমিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ।
তিনি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান টি আলী স্যার ফাউন্ডেশনের একটি অনন্য উদ্যোগ। আগে কেউ শিক্ষকদের এভাবে শ্রদ্ধা জানায়নি। অবসর নেওয়ার পর অনেক শিক্ষকই আর্থিক সংকটে থাকেন। তাদের খবর কেউ নেয় না। এক্ষেত্রে আজকের আয়োজনটি অত্যন্ত ব্যতিক্রমী ও প্রশংসনীয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে টি আলী স্যার ফাউন্ডেশন বাংলাদেশের সমন্বয়ক ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান বলেন, 'শিক্ষকরা সবচেয়ে অবহেলিত। কিন্তু আমরা শিক্ষকদের সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছি। আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে কেবল শিক্ষকদেরই সম্মাননা জানাবো।'
'টি আলী স্যার' নামে পরিচিত শিক্ষক তজম্মুল আলী সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলঢুপে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৭ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। গুণী এই শিক্ষকের সম্মানে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা টি আলী স্যার ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি অবসরপ্রাপ্ত শিক্ষক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষকদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে।
Comments